
গত ১২ই মে মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের সফল উৎক্ষেপন করা হয়। এর পর গেল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে উদ্বোধন করা হয় স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন। গাজীপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্রর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভূ-কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই গতিধারা যেন অব্যাহত থাকে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর সফল উৎক্ষেপণ ও সজীব ওয়াজেদ উপগ্রহ স্যাটেলাইট উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর মাধ্যমে বাংলাদেশের সব মানুষের কাছেই স্যাটেলাইটের সুবিধা পৌঁছে যাবে বলে আশা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে এই স্যাটেলাইট ভূমিকা রাখবে।
তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের প্রস্তাবে দুটি উপগ্রহ ভূ কেন্দ্রের নাম সজীব ওয়াজেদ এর নামে নামকরণ করা হয়। এ উপলক্ষে বিশেষ ডাকটিকেট প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ৭৫ এর পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল সেই নাম এখন মহাকাশে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্যাটেলাইট যেমন দেশের অগ্রযাত্রায় আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ , তেমনী উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এটির সেবা গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
দেশের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই গতিধারা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছিল তার সরকার।দেশের যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট মানুষের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।
স্যাটেলাইটের স্বত্বাধিকারের মাধ্যমে বাংলাদেশ মাত্র ৫৭ টি দেশের সংক্ষিপ্ত তালিকায় নিজেদের নাম প্রকাশ করলো। এর মাধ্যমে জীবন যাপন ও যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে বলে আশাবাদ সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply