
রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনধিঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরে উন্নুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ০৬ মে সোমবার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদের সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব তারিকুল ইসলাম চৌধুরী।
উন্মুক্ত বাজেটের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকতা মাহাবুবুল করিম নান্নু, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, জিয়াউল হক জিয়া, শাহিন হোসেন, জসিম উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মমতাজ বেগম, রহিমা বেগম, সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য লাকী আক্তার, উদ্যোক্তা ও সমাজকর্মী আবু হানিফ ফকির, অফিস সহকারী সঞ্জিব দাস প্রমুখ।
পরে রহমতপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ১ কোটি ৯৭ লক্ষ ৭৫ হাজার ৫শত ৮৫ টাকা, এর বিপরীতে ব্যয় দেখানো হয়েছে ১ কেটি ৮৯ লক্ষ ৯০ হাজার টাকা ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহামুদ। চলমান অর্থবছরের অনুষ্ঠিত ওয়ার্ড সভা হতে প্রাপ্ত চাহিদার অগ্রাধিকার করণের মাধ্যমে বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া চলতি অর্থবছরের ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কেও জনগণকে অবহিত করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদ ফকির বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। পরে ইউনিয়নের শ্রেষ্ট হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের পুরস্কার প্রদান করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply