
বাবুগঞ্জ প্রতিনিধিঃবরিশালের বাবুগঞ্জে দশম শ্রেণির এক শির্ক্ষাথীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর মামা সহিদ সরদার, পার্শবর্তী জাপা নেতা মাসুদ পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেছে উত্ত্যক্তকারী আসিফের বড় ভাই রাজু। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল ২ টার ঘটিকায় খানপুরা মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় দুইজনকেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপরে ইভটিজিংয়ে স্বীকার ছাত্রীর পিতা আবুল কালাম খলিফা এয়ারর্পোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটক রাজু একই গ্রামের মোঃ আজিজ মোল্লার ছেলে। জানা গেছে আসিফ তার কয়েক বন্ধু মিলে খানপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। এ ছাড়া অনেক দিন মাদ্রাসায় ঢুকেও ছাত্রীদের সঙ্গে অসাদাচারণ করে আসছে। এ বিষয়ে ওই বখাটেদের একাধিকবার নিষেধ করলে ও তারা ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করেই আসছে।
এ বিয়য়ে বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সহ-দফতর সস্পাদক মোঃ পারভেজ ও সহিদ সরদার এর প্রতিবাদ করায় আসিফের ভাই রাজু উত্তেজিত হয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে তাদের ধাওয়া করে রাজুকে আটক করলেও অন্য দুই জন পালিয়ে যায়। পরে আটক রাজুকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মাহাবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply