
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে এই দুই প্রার্থীর সঙ্গে দেখা করেন।
আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। এসময় প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চান।
খন্দকার মুক্তাদির এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তার নেতাকর্মীদের প্রতিদিন ধরপাকড় করা হচ্ছে। প্রকাশ্যে প্রচারণায় বাধা দেয়ারও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচন যেন উৎসবমুখর হয় এই প্রত্যাশা করেন তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply