
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। শুক্রবার (০২আগষ্ট) তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি জানান, এবার যে সকল শিক্ষার্থী কচুয়া থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের মডেল টেষ্ট নেয়া, প্রস্তুতিতে পরামর্শ দেয়া, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়াসহ নানা ভাবে সাহায্য করবেন। এছাড়াও কচুয়া উপজেলার যে সকল
শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে পরীক্ষা দিতে গিয়ে বাসস্থান সংকটে পড়ে তাদের নিজ উদ্যোগে সাহায্য করবেন তিনি। এ বিষয়ে তিনি জানান, আমাদের উপজেলাটি আগে একটি অবহেলিত উপজেলা ছিলো। তবে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে এখন শিক্ষাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন প্রতিবছরই এই উপজেলা থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষায় টিকে ভর্তি হয়। তবে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো যাতায়াত খরচ থাকে না, কখনো থাকার জায়গা পায় না। উপজেলা চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই নিজ উপজেলার কল্যানে এই উদ্যোগ গ্রহন করা। উল্লেখ্য পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কচুয়া উপজেলা
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মো. শাহজাহান শিশির। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply