বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে বৃক্ষমেলা থেকে এবার সারাদেশে বিক্রয়ের জন্য ৬৯ লাখ ৪৫ হাজার চারা বিতরণ করা হবে। এর মধ্যে ১০ লাখ চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগণের মাঝে বিতরণ করা হবে। রাজধানীতে আয়োজিত বৃক্ষমেলায় ১০০টি স্টল স্থান পেয়েছে।
বর্তমানে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১৮ লাখ ৪০ হাজার হেক্টর। সংরক্ষিত প্রাকৃতিক বন থেকে গাছ আহরণ ২০২২ সাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২৭টি রক্ষিত এলাকাসহ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন সংরক্ষণ ও বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply