
রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকার রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত হয়ে এক আনসার সদস্য হাসপাতালে মারা গেছেন। তার নাম মোশাররফ হোসেন।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় কর্মরত ছিলেন।
নিহত মোশাররফের ভগ্নিপতি মোরশেদ আলম বলেন, আজ দুপুর দুইটার দিকে খিলগাঁওয়ের বাসা থেকে রেললাইন দিয়ে হেঁটে মগবাজারের দিকে যাচ্ছিলেন মোশাররফ। ওই সময় দুই দিক থেকে আসা ট্রেনের মাঝখানে পড়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত মোশাররফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যান তিনি।
এক ছেলে ও দুই মেয়ের বাবা মোশাররফ হোসেন খুলনা জেলার রুপসা থানার মৃত হোসেন আলীর ছেলে।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম বলেন, দুপুরের দিকে মোশাররফ হোসেন দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply