
নতুন সরকারের মন্ত্রিসভার নাম আজ রবিবার বিকাল পাঁচটায় ঘোষণা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দৈনিক ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন। তিনি নিজেই মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করবেন। শপথের আগে নাম ঘোষণার দৃষ্টান্ত বাংলাদেশে এটাই প্রথম।
তিনি জানান, আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
তিনি আরো জানান, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বলে জানা গেছে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বিরোধী দলে থাকছে জাতীয় পার্টি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply