
মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবীতে বিহারি ক্যাম্পে এক মাদককারবারি বেলুন বিক্রেতাকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে। ছোড়া অ্যাসিডে মো. পারভেজ (৪৫) নামে ওই বেলুন ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ পারভেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি পল্লবীর মিল্লাত ক্যাম্পের (বিহারী ক্যাম্প) বাসিন্দা। পেশায় তিনি একজন সেলুন ব্যবসায়ী। গতকাল সন্ধ্যার দিকে ক্যাম্পের ভেতরে সাহেব নামে এক ব্যক্তির সেলুনে বসে ছিলেন তিনি। হঠাৎ ক্যাম্পের মাদক ব্যবসায়ী সুনীল-এর সহযোগী জনি তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে।
পারভেজ জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পে মাদক বিক্রির প্রতিবাদ করে আসছিলেন তিনি। আর এজন্যই মাদক ব্যবসায়ী সুনিলের নির্দেশে তার সহযোগী জনি তাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মেরেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এসিড ছোঁড়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এসিডে তার মুখমণ্ডলসহ গলা, বুক ও দুই হাত ঝলসে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জানান, এটি কেমিক্যাল বার্ণ। পারভেজের ১২ শতাংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, এসিডের ঘটনা পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালালেও এদের দৌরাত্ম যেন বেড়েই চলেছে। এরই পরিপ্রেক্ষিতে এমন একটি ঘটনা ঘটলো।
এর সঙ্গে জড়িত যারা তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই কেবল এই অবস্থা থেকে পরিত্রান পাওয়া সম্ভব।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply