
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার মাদরাসা শিক্ষার্থীদের প্রাপ্ত আসন, অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ১ম, ২য়, ৩য়, ৫ম তামিরুল মিল্লাতের এবং ৪র্থ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার!
মাধ্যমিক স্তর পার করার পর উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের অধিকাংশ শিক্ষার্থীর প্রথম পছন্দ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়।
মাদরাসা শিক্ষা ধারার শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কম যোগ্যতাসম্পন্ন! হিসেবে একটি মহল বিবেচনা করে আসলেও প্রতি বছর ভর্তি পরীক্ষার মৌসুমে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে মাদরাসা শিক্ষার্থীরা বিশাল সংখ্যক আসন অর্জন করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের “জাতীয় শিক্ষা সপ্তাহে” জাতীয় পর্যায়ে “সেরা শিক্ষাপ্রতিষ্ঠান” নির্বাচিত হওয়া ডেমরার “দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা” থেকেই ঢাবি’র ‘খ’ ইউনিটে এ বছর চান্স পেয়েছেন প্রায় ২০০ জন শিক্ষার্থী।
শুধু চান্স পাওয়াতেই সীমাবদ্ধ নয় ঢাবি, জাবি, জবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ারও রেকর্ড রয়েছে তামিরুল মিল্লাত এবং দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা শিক্ষার্থীদের।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply