![যশোরে মাগুরায় সড়ক দুর্ঘটনায় কভার্ড চালকের মৃত্যু](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_lossy,ret_img,w_570,h_350/https://www.onlinebanglanewsbd.com/wp-content/uploads/2019/07/যশোরে-মাগুরায়-সড়ক-দুর্ঘটনায়-কভার্ড-চালকের-মৃত্যু.jpg)
নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় শামছুর রহমান নামে এক কভার্ড চালকের মৃত্যু হয়েছে। তিনি শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। পুলিশ
জানিয়েছেন,বৃস্পতিবার দুপুর এক টায় শামছুর রহমান কভার্ড চালিয়ে যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে হুদোরাজাপুর নামকস্থানে পোঁছালে বিপরীত মুখি ট্রাকের সাথে তার মুখমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিন টায় তার মৃত্যু হয়।
Leave a Reply