
জাহেদ হাছান তালুকদার,রাংগুনীয়া প্রতিনিধি: রাংগুনীয়া হযরত শাহ্ মুজিব উল্লাহ (রহ:) (প্রকাশ) পাগলা মামা ৭৭তম বার্ষিক ওরশ মোবারক মরিয়ম নগর শাহী দরবার শরীফে অনুষ্ঠিত । পাগলা মামার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআনে হাফেজদের সনদ বিতরণ, পাগড়ি
পরিধান করেন মাহফিল পরিচালনা কমিটি। ওরশ শরীফে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও জনাব মো. মাসুদুর রহমান। এসময় উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও জনাব মো মাসুদুর রহমান বলেন ইসলাম প্রসার ও প্রচার করতে কোরআনে প্রযোজন। তিনি আরো বলেন ইসলাম দাঁড়িয়ে আছে কোরআনের উপর।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply