
জাহেদ হাছান রাংগুনীয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ায় কে এফ ডি শ্রমিকদের বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে ৭২ ঘন্টা সড়ক ও কর্মবিরতী করে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেছে । মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জুটমিল এলাকায় একসাথে হয়ে শ্রমিকরা লাঠি ও লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং সড়কে অবস্থান নেন। এসময় তারা তাদের দাবীর সমর্থনে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। বিক্ষোভ ও অবরোধের কারণে সকাল ৮টা থেকে আধা ঘন্টা সময় কাপ্তাই সড়কের দু’পাশ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এসময় পুলিশের উপস্থিতিতেই তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলটি জুটমিল গেইট থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের গোচরা চৌমুহুনী হয়ে আবারও জুটমিল গেইটে এসে শেষ হয়। সেখানে তারা পুনরায় সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশের বাধার মুখে তারা সড়কের একপাশে বসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কেএফডি শ্রমিকলীগ সভাপতি ইসকান্দর মিয়া। সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সর্দার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। এদিকে বাংলাদেশ পাটকল শ্রমীকলীগ ও সকল মিলের সি.বি.এ নেতৃবৃন্দের পক্ষে রাঙ্গুনিয়ার কে.এফ.ডি জুটমিল শ্রমিকলীগ ও শ্রমিকবৃন্দের ব্যানারে সকাল ৮টা থেকে ৪ ঘন্টাব্যাপী এই অবরোধ দেশের ২৬টি মিলের শ্রমিকরা একযোগে পালন করছেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ বাংলার অনলাইন নিউজকে।
এই কর্মসূচি আগামী ৩ ও ৪ এপ্রিল পর্যন্ত চলবে। জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতাসহ ৯ দফা দাবিতে রোববার (৩১ মার্চ) থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। বাংলা অনলাইন নিউজকে কেএফডি শ্রমিকলীগ সভাপতি ইসকান্দর মিয়া বলেন, ‘আগে ৪ হাজার ১৫০টাকা বেতন ছিলো। বর্তমানে ৮ হাজার ৩’শ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি। এর ওপর গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাই বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। কেএফডি শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ফজলুল করিম বলেন, ‘ঘোষিত বেতন বাস্তবায়ন না হওয়ায় আজ (২ এপ্রিল) থেকে ৭২ ঘন্টা কর্মবিরতির কর্মসূচি পালন করছি আমরা।
এরপরেও দাবি মেনে নেওয়া না হলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বাংলা অনলাইন নিউজকে বলেন ,,সড়ক থেকে জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আমরা শ্রমিকদের সাথে আলোচনা করে শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুরোধ জানিয়েছি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply