
গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী দিলেও পরে প্রার্থিতা তুলে নিয়েছিলেন জাপা সমর্থিত প্রার্থী। এইচ এম এরশাদের সিদ্ধান্তে এমনটা করা হয়।
এবার রাজশাহীর ক্ষেত্রেও এমনটাই হলো। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সামনেই। এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী না দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
শনিবার বেলা ১১টার দিকে ওয়াসিউর রহমান দোলন মেয়র পদ থেকে তার প্রার্থিতা তুলে নেয়ার কথা জানান। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান। জাপা এখন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিচ্ছে।
এর আগে গাজীপুরে জাপার এমন ভূমিকাকে গৃহপালিত বিরোধী দল হিসাবে কটাক্ষ করেছিল বিএনপি। এবার এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করে নি সংসদের বাইরের দলটি।
প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া জাপা প্রার্থী ওয়াসিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বলেন। এ নিয়ে দুই দফা সভা করে জেলা ও মহানগর জাপা। এরপর শনিবার বেলা ১১টার দিকে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে এখন তারা আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করবেন।
গত ২৬ জুন জাতীয় পার্টির এই নেতার হাতে মনোনয়ন ফরম তুলে দিয়েছিলেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর সেদিনই নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র তোলা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলেও ঘোষণা করে স্থানীয় নির্বাচন কমিশন। তবে প্রতীক বরাদ্দের আগেই দোলনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হলো।
ওয়াসিউর রহমান দোলন মহানগর জাপার সহ-সভাপতি। এছাড়া তিনি জাতীয় যুব সংহতির মহানগর কমিটির সভাপতি। এর আগে ২০০৮ সালের রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন মহানগর জাপার তৎকালীন সভাপতি নুরুল হুদা। তিনি ভোট পেয়েছিলেন এক হাজার ৭৮৯টি।
আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থী না দিয়ে হয়তো পরবর্তী নির্বাচনের পরেও আওয়ামী লীগকে পাশে পাওয়ার একটি কৌশল সাজিয়েছে জাপা। এবার তাকিয়ে থাকতে হবে সিটি নির্বাচন গুলোর দিকে। জাপা’র এই কৌশল আদৌ কতটুকু তাদের কাজে আসে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply