
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নাটোর সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী নওশীন রহমান রিশাত এর নামে কনসার্টের টাকা আত্মসাৎ নিয়ে তুলকালাম সৃষ্টি হয়েছে। টাকা আত্মসাৎকারী বাধন আহমেদ মুক্তার বিচার দাবীতে থানায় লিখিত অভিযোগের পাশাপাশি বিক্ষোভ করেছে স্বপ্নপুরন টিম নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
তবে, রোববার স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হস্তক্ষেপে আগামী দশ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে মুক্তা।
এদিকে, নওশীন রহমান রিশাতের চিকিৎসার জন্য কনসার্ট করা হলেও প্রাপ্ত অর্থ এখনও হাতে পায়নি রিশাতের পরিবার।
সূত্র জানায়, নাটোর সিটি কলেজের কর্মাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নওশীন রহমান রিশাত (১৭) দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছে। তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়ায় জরুরি ভিত্তিত্বে কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য ব্যায় হবে প্রায় ২০ লাখ টাকা। রিশাত গত আট মাস থেকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের কিডনি হাসপাতালের বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডা. নাজনীন মাহ্মুদের অধীনে চিকিৎসাধীন। এখন পর্যন্ত রিশাতের চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। রিশাদ নাটোর শহরতলীর চকবৈদ্যনাথ মহল্লার আতাউর রহমানের মেয়ে।
এদিকে, রিশাত এর চিকিৎসার টাকা জোগাড় করতে গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় কানাইখালি মাঠে রিশাদ ফর কনসার্ট নামে একটি কনসার্টের আয়োজন করে স্থানীয় স্বপ্নপুরন টিম নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। ওই কনসার্টের দায়িত্বে ছিলেন বাধান আহমেদ মুক্তার।
অভিযোগ রয়েছে, রিশাদ এর চিকিৎসার জন্য আয়োজন করা কনসার্টের ১লাখ ৬১হাজার টাকা নিয়ে পালিয়ে যায় মুক্তার। এনিয়ে তুলকালাম সৃষ্টি হয় জেলা জুড়ে। অনেকে মুক্তার বিচার দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেন। টাকা ফেরত এবং মুক্তার বিচার দাবীতে রোববার সকালে শহরের বঙ্গজল এলাকায় বিক্ষোভ করে সংগঠনের কর্মীরা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয়। পরে মুক্তার নামে থানায় লিখিত অভিযোগ দেয় সংগঠনের কর্মীরা।
এদিকে, সংগঠনের কর্মীরা রোববার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কাছে অভিযোগ দিলে তিনি সংগঠনের কর্মীদের নিয়ে কান্দিভিটুয়া আওয়ামীলীগ কার্যালয়ে মিমাংসা বৈঠকে বসেন। পরে বৈঠকে আগামী দশ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন মুক্তা।
এবিষয়ে স্বপ্নপুরন টিমের সদস্য রিফাত হোসেন নারদ বার্তাকে বলেন, রিশাত এর চিকিৎসার জন্য কনসার্টের ১লাখ ৬১হাজার টাকার হিসাব নিয়ে মুক্তার সাথে ঝামেলা হয়েছিল। পরে এমপি শিমুল সবাইকে নিয়ে বসলে আগামী দশ দিনের মধ্যে মুক্তা টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন।
তবে অভিযুক্ত বাধন আহমেদ মুক্তা সেল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, নওশীন রহমান রিশাতের চিকিৎসার জন্য কনসার্ট করা হলেও প্রাপ্ত অর্থ এখনও হাতে পায়নি রিশাতের পরিবার।
রোববার সন্ধ্যায় রিশাতের মা কাজলা পারভিন রিয়া এই প্রতিবেদককে জানান, আমার মেয়ের নামে কনসার্ট করা হলেও চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোন টাকা হাতে পায়নি। আদো পাবো কিনা জানিনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply