
শনিবার লালমনিরহাট-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দলীয় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গ্রামে গ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালের ৫ জানুয়ারির মতো পাতানো নির্বাচনের পরিকল্পানা করছেন সরকার দলীয়রা। ঐক্যফ্রন্ট নিবার্চনের মাঠে থাক সরকার যেমন চায় না তেমনী নিবার্চন কমিশন চায় না।’
তিনি বলেন, ‘নিবার্চন কমিশন ঘোষণা করেছিলেন তফশিল ঘোষণার পরে নতুন করে কোনো নেতা-কর্মীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা যাবে না। কিন্তু লালমনিরহাটে এই নির্দেশ অমান্য করে তফশিল ঘোষণার পরে ৪শ ১৯ জন নেতা-কর্মীর নামে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ ইতিমধ্যে ওয়ারেন্ট ছাড়াই ১৪ জনকে গ্রেফতার করেছে। এতে করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এখন সন্ধ্যার পরে লালমনিরহাট বিএনপির নেতা কর্মীরা ফাকা হয়ে যাচ্ছে, কোন নেতাকর্মী বাড়িতে থাকতেও পারছেন না। সাদা পোশাকরে পুলিশ রাতে নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তাল্লাশি চালিয়ে ভাঙচুর করছেন বলে অভিযোগ তোলেন তিনি।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে অবস্থান করেছেন। এ সরকারের বিপক্ষে একটি নির্বাচন পরিচালনা করা বিরোধী দলের পক্ষে দুরুহ হয়ে পড়ছে। আমরা চাই স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করতে। নেতা কর্মীদের গ্রেফতার বন্ধ করে নির্বিঘ্নে সাধারণ জনগণকে আগামী ৩০ তারিখে ভোট প্রদান করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জোর দাবি জানাচ্ছি।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজসহ জেলা পর্যায়ের ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতাকর্মীরা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply