
জনসচেতনতার অভাবে আগুনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুনে প্রতি বছর দেশে ২৩৩ জন মর্মান্তিক মৃত্যুর শিকার হচ্ছেন। আহত হচ্ছেন প্রায় ৫ হাজার মানুষ। গড়ে প্রতি বছর ৪ হাজার ৮৩৪ কোটি টাকার বিভিন্ন মালামাল ভস্মীভূত হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, গত ৬ বছরে সারাদেশে ৮৮ হাজার আগুনের ঘটনা ঘটে। এতে মৃত্যু ১ হাজার ৪০০ জনের, আহত ৫ হাজার জন এবং ক্ষয়ক্ষতি ২৯ হাজার কোটি টাকারও বেশি। তবে সচেতনতা ও আগুনের কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণসহ নির্বাপণের সরঞ্জাম রাখলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।
দেশে সংঘটিত বেশ কয়েকটি বড় আগুনের পর রপ্তানিমুখী শিল্পকারখানার বেশিরভাগে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন অনেক ভবন ও প্রতিষ্ঠান এখনো পিছিয়ে আছে।
অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা বাড়াতে ইএসএসএবি সংগঠনের পক্ষ থেকে ৫ম বারের মতো ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ৭ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩০টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নেবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply