
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
কাল সোমবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ চত্বরে এই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর-রুনী ২০১২ সালের ১১
ফেব্রুয়ারি নির্মমভাবে খুন হয়েছেন। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে বিচার দাবিতে ডিআরইউ এর নেতৃত্বে গোটা সাংবাদিক সমাজ সোচ্চার রয়েছেন। ১১ ফেব্রুয়ারি সাগর-রুনী হত্যার সপ্তমবার্ষিকী। এ উপলক্ষে ডিআরইউ চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে সাগর-রুনী পরিবারের সদস্য, গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিক অংশ নেবেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply