মঙ্গলবার (৩০ অক্টোবর) জেলার মাহবুবুল ইসলাম জানান এই তথ্য জানান। মাহবুবুল ইসলাম বলেন, অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির বিষয়টি, তাকে (খালেদা জিয়া) জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তার দুই মামলার রায়ে সাজার কথা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। নিম্ন আদালতে এই মামলায় ৫ বছর সাজা পেয়েছিলেন খালেদা জিয়া।
সাজাপ্রাপ্ত খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply