
শনিবার ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে বিধ্বস্ত করেছে সিরিয়া। এ কথা স্বীকার ইসরায়েলের সামরিক বাহিনী ।
বিবিসির জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি শনিবার বিধ্বস্ত হয় ইসরায়েলের উত্তরাঞ্চলে। বিমানের দু’জন পাইলট প্যারাসুট’র মাধ্যমে নিরাপদে নেমে যান বিধ্বস্ত হওয়ার আগে। ধারণা করা হচ্ছে সিরিয়ার যুদ্ধে এই প্রথমবার ইসরায়েল এর কোনো যুদ্ধবিমান ধ্বংস করা হলো।
টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, উক্ত বিমানটি সিরিয়া এবং ইরানের বিভিন্ন স্থানে হামলায় নিয়োজিত। ইসরায়েল এর উত্তরাঞ্চলে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে ওই নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না, তা সম্পূর্ণ নিশ্চিত নয়।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply