
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে গণফোরাম থেকে মনোনয়নপত্র জমা দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা বিএনপির বিবাদমান দু’টি গ্রুপ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অনুসারীদের সাথে নিয়ে বুধবার বিকেল ৩টায় কুলাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আবুল লাইছের কাছে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, সেসময় যদি গণতন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতে ক্ষমতা হস্তান্তর করা হতো তাহলে আমরা ইয়াহিয়া খানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতাম না। গণতন্ত্র পুনরুদ্ধারে তৎকালীন বাংলার মানুষ ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীনসহ জাতীয় নেতাদের। আজকে দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। কারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে এবং প্রশাসনকে জিম্মি করে তাদেরকে লেলিয়ে দেয়া হচ্ছে।
সুলতান বলেন, ‘৪ দফা ও ১১ দাবি নিয়ে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা। সেখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি অন্যতম প্রধান দাবি। উনাকে মাত্র ২ কোটি টাকার জন্য আটকে রাখা হয়েছে। যেখানে কারাগার নাই, একটি পরিত্যক্ত ঘরে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।’
অবাধ ও সুুষ্ঠু নির্বাচন হলে বিশাল ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করে ‘জয় বাংলা, জয় ধানের শীষ, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের’ বলে বক্তব্য শেষ করেন’।
এর আগে গত সোমবার ঢাকা থেকে কুলাউড়ায় ফেরার পর সুলতান মনসুর ‘জয় বাংলা’ ও ‘জয় ধানের শীষ’ স্লোগান দিলেও ‘জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করেন নি। এ নিয়ে স্থানীয় পর্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। এর দুইদিন পর মনোনয়নপত্র জমা দান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে ‘জয় বঙ্গবন্ধুও’ উচ্চারণ করেন মনসুর।
প্রসঙ্গত, কুলাউড়া থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর ২০০১ সালে তিনি বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীনের কাছে পরাজিত হন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply