
যুবরাজ এমবিএস বা মুহাম্মাদ বিন সালমানের ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে সৌদি আরবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। ঘটছে বড় বড় রদবদল। যেমন গতকাল সোমবার এক রাতেই বরখাস্ত করা হয়েছে সৌদি আরবের তিন বাহিনীর প্রধান কে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ফরমান জারি করে তাদের বরখাস্তেও করলেও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পিছনে যুবরাজ সালমান ই কলকাঠি নেড়েছেন বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো।
বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতে বাদশাহ্ সালমান এক সাথে কয়েক টি আদেশ জারি করেন। বাদশাক সালমান তার আদেশে সৌদি সেনাপ্রধান আবদুল রহমান বিন সালেহ আল বানিয়ান সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা কে সরিয়ে দিয়েছেন।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গুলো সেনাপ্রধান সহ সেনা কর্মকর্তাদের বরখাস্তের খবর প্রকাশ করলেও তাদের কি কারনে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু জানায় নি।
সৌদি নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে,সৌদি বাদশাহ্ নতুন সেনাপ্রধান হিসেবে ফায়াদ আল রুয়ালি কে নিয়োগ দিয়েছেন। সৌদি সেনাবাহিনী প্রধানের পদ ছাড়াও বিমান বাহিনী ও স্থল বাহিনী প্রধানের পদেও রদবদল করা হয়েছে।
সৌদির শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এক নারী কে। নতুন এই উপমন্ত্রীর নাম তামাদার বিনতে ইউসুফ আল রামাহ্।
সৌদি আরবের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের ডেপুটি গভর্ণর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিলিওনিয়ার প্রিন্স আলওয়ালিদ বিন তালাল এর ভাই প্রিন্স তুর্কি বিন তালাল কে। প্রিন্স তুর্কির ভাই প্রিন্স আল ওয়ালিদ কে কয়েক মাস আগে বেশ কিছু প্রিন্সের সাথে বন্দী করেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। দুই মাস বন্দী থাকার পর তিনি মুক্তি পান।
সৌদি আরবের সামরিক বাহিনী তে এমন এক সময় বড় ধরনের এই রদ বদল ঘটল যখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতিদের বিরুদ্ধে তিন বছর ধরে যুদ্ধ করছে। বর্তমান সময়ে ইয়েমেনের এই যুদ্ধে সৌদি বাহিনী বেশ বেকায়দায় রয়েছে।
এই বেকায়দা পরিস্থিতি হতে বের হয়ে আসার জন্য সামরিক বাহিনীতে শীর্ষ এই রদবদল বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি সৌদিতে যতগুলো বরখাস্তের ঘটনা ঘটেছে সেগুলো তে সৌদি যুবরাজের হাত রয়েছে বলে মনে কর আসছে সংবাদ মাধ্যম। গতরাতে এই ঘটনাতেও তেমন ই মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply