
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩) মৃত্যুর ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কাঁঠালবাড়ি ঘাটে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে তদন্ত কমিটির প্রধান শাহনেওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে দুই সদস্যর কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তদন্ত কমিটি মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্টারদের সাথেও তারা কথা বলেন। তদন্তের এক পর্যায়ে তারা কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাট এলাকায় স্থানীয় দোকানদারদের সাথে কথা বলেন। পর্যায়ক্রমে ঘটনার দিন রাতে ঘাট এলাকায় কর্তব্যরত বিআইডব্লিটিসির কর্মকর্তা ও কর্মচারীর বক্তব্য শোনেন কমিটির সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর-এর জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে এ্যাম্বুলেন্স যাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় সোমবার ৩টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
সোমবার দুপুরে জেনারেল ম্যানেজার মো. আশিকুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিসির ২ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কাজে নৌরুট পরিদর্শনে করেন। এই তদন্ত কমিটির অপর সদস্য সংস্থাটির ডিজিএম (মেরিন) মোঃ ফজলুল হক। এছাড়াও মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল হক পাটোয়ারীকে আহবায়ক করে ৪ সদস্যর তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
এই কমিটির বাকি সদস্যরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) একেএম শাজাহান। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান ও উপ সচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে দিয়ে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিগুলোকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply