
সাব্বির শাওন, বাগেরহাট প্রতিনিধিঃ আবহাওয়া অনুকুলে থাকলে কাল বসছে পদ্মা সেতুর ১২তম স্পান। ২০ ও ২১ তম পিলারে স্পানটি বসানো হলে দ্রিশ্যমান হবে ১৮৫০ মিটার সেতু ।
০৬ মে সকালে মাওয়া প্রান্ত থেকে স্পানটি নিয়ে নির্ধারিত স্থানের দিকে রওনা দেবে ক্রেন, এছাড়া চলতি মাসে আরো দুটি স্পান বসানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক।
তিনি আরো বলেন, ইয়ার্ড়ে প্রস্তুত আছে আরো ১০ টি স্পান সবকিছু ঠিক থাকলে অতিদ্রুত শেষ হবে সেতুর কাজ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply