
হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। বিএনপিও প্রস্তুত। কিন্তু এবার ঝুঁকি নিতে চায় না তারা। এবার সারা দেশে নৌকার জোয়ার, সেই জোয়ার থামানোর জন্য নির্বাচন বানচালের চেষ্টা করবে। সেখানেও যদি ব্যর্থ হয়, নির্বাচনে আসবে না। হেরে যাওয়ার ভয় থেকে প্রতিদিন বিএনপি নেতারা আবল-তাবল বকছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচনের আগে কামাল হোসেন-বি চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ভাঙনের সুর দেখতে পাচ্ছেন ।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি না আসলেও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের মতো এবারও উত্সবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এখন নির্বাচনী মুখী।
নির্বাচনের জন্য বামদের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য চাননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য আমরাও চাই। কেমন জাতীয় ঐক্য? সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আমরাও চাই; স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। জাতীয় ঐক্য আমরাও চাই নষ্ট রাজনীতির বিরুদ্ধে।
জাতীয় ঐক্যের প্রশ্নে বাম দলগুলোকে পাশে পাওয়ার বিষয়ে বামপন্থী নেতারা ‘ভুল’ বুঝেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘আজকে একটি বিষয় ভালো লাগছে যে বামপন্থীরা এক সুরে কথা বলছেন। সেটি হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাঁরা নেই। এই উচ্চারণ যাঁরা করেছেন, আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি, অসুবিধাটা কোথায়?’
তবে সভায় ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের জন্য বাম দলের সঙ্গে আওয়ামী লীগ ঐক্য চায়নি। আমি তাঁদের আমাদের সঙ্গে নির্বাচনী ঐক্যের জন্য আহ্বান জানাইনি। আমি বলেছি এই মুহূর্তে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকে নেতা মানেন, তাঁদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এই কথা আমি বলেছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্য আমরাও চাই। কেমন জাতীয় ঐক্য? সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আমরাও চাই, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। জাতীয় ঐক্য আমরাও চাই, নষ্ট রাজনীতির বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘বামপন্থীরা গতকাল আমার একটি বক্তব্যে ভুল বুঝেছে। আমি তাঁদের শ্রদ্ধা করি। যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকে নেতা মানেন, তাঁদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এই কথা আমি বলেছি।’
স্থানীয় সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply