
নেশা সর্বনাশা, কথাটি কে না জানে? অথচ এর পরেও সমাজে মাদকাসক্ত মানুষের সংখ্যা কমছে না। বরং বেড়ে চলেছে মাদক ব্যবসায়ী। জীবনের ঝুঁকি নিয়েও এসব অনৈতিক কাজ করা হচ্ছে অতি লোভে পড়ে।
এবার মরণ নেশা ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করলো পুলিশের গোয়েন্দা শাখা।
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে ১৩ লাখ ইয়াবা বড়িসহ ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন মো. হাসান ও মো. আশরাফ। তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের শিমুলিয়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
নগর ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ থেকে ট্রলারে করে ইয়াবা বড়ির চালান এনে তা বিক্রির জন্য বাসায় মজুত করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে শিমুলিয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে পাওয়া যায় ১০ লাখ ইয়াবা বড়ি।
ডিবি জানায়, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চালিয়ে যেতে হবে। ত্রাস সৃষ্টি করতে হবে এই অবৈধ ব্যবসায়ীদের মনে। তবেই হয়তো একসময় কমে আসবে তাঁদের সংখ্যা, সঙ্গে সঙ্গে ফিরে আসবে মাদকাসক্ত অনেক জীবন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply