
একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে “বাংলাদেশ আওয়ামীলীগ” মনোনীত ঢাকা – ১২ আসনের প্রার্থী সফল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব “আসাদুজ্জামান খাঁন কামাল” এর প্রতিক নৌকা মার্কা’র পক্ষে গত ১১-১২-২০১৮ ইং রোজ “মঙ্গলবার” “অসোরা গ্রুপ” এর সৌজন্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব “গোলাম রাব্বানী চিন্নু”, জনাবা “নার্গিস মুজিব” সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর মহিলা আওয়ামীলীগ, “সুলতানা রাজিয়া” মহিলা সম্পাদক, ২৫ নং ওয়ার্ড মহলা আওয়ামীলীগ, তেজগাঁও।
বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব গোলাম রাব্বানী চিনু বলেন, “এবারের নির্বাচনে তরুণদের ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক।”
এছাড়াও উপস্থিত ছিলেন, “অসোরা গ্রুপ” এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আরো ছিলেন, “অসোরা গ্রুপ” এর ব্যবস্থাপকবৃন্দ (মাহমুদ উল্লাহ্ , মোঃ জসিম উদ্দিন, আবুল হাসান লিটন, মোঃ রুহুল আমিন, ইকাবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম) সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের নেতা কর্মী ও সদস্যবৃন্দ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ – কে.এ।
Leave a Reply