
ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে সংগৃহিত খবর: র্বণাঢ্য এবং বর্ণালী আয়োজনে ভিয়েনায় উদযাপিত হয়েছে বাংলাদেশ উন্নয়ণ মেলা ২০১৮। বাংলাদেশ দূতাবাস ও স্থায়ীমিশন ভিয়েনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাড়ম্বরে বাংলাদেশ উন্নয়ণ মেলা ২০১৮ বরণ করেছেন অষ্ট্রিয়া ভিয়েনা প্রবাসী বাঙ্গালীরা।
অষ্ট্রিয়া রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এর স্থায়ীমিশন উক্ত মেলা ০৬ অক্টোবর ২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হয় সকাল থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড – প্রজেক্টের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছেন বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীরা। এতে করে পুরোটা সময় সপরিবারে বাংলাদেশ উন্নয়ণ মেলা ২০১৮ আমেজে মেতেছিলো।
বাংলাদেশী অষ্ট্রিয়া বসবাসরত প্রবাসীর ভবনের বিভিন্ন শাখা সম্পূর্ণ দেশীয় আঙ্গিকে নানা রঙের পোষ্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিলো। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, বাংলার অহংকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ফেস্টুন এর মাপে আলোকচিত্র করা হয়ে থাকে। এত মন-মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ, গান এর আয়োজন করা হয়েছিলো। জারা ও সারা দু বোন নাচ ও গানের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ছিল। তারা বাংলাদেশের দেশত্ববোধক গান ও পরিবেশণ করে ছিল।
মেলায় অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি প্রকাশ করে ও সাংস্কৃকিত অনুষ্ঠান, নাচ ও গান ভালো লাগার কথা বলেছেন এবং ভবিষ্যতে বাংলাদেশের আরো উন্নতি কামনা করেছেন। উন্নয়ণ মেলায় মূলত জ্বলে উঠে বাঙালী সাংস্কৃতিক চিত্র এবং বিভিন্ন রকম হস্তশিল্প সামগ্রী। প্রবাসী বাংলাদেশীর উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ীমিশন এর রাষ্ট্রদূত জনাব এম.আবু জাফর, অষ্ট্রিয়া আওয়ামীলীগ যুবলীগ এর সম্মানিত সভাপতি জনাব ইয়াছিন মিয়া বাবু ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোসারফ হোসেন আজাদ এছাড়া ও উপস্থিতদের মধ্যে লক্ষ্য করা যায়, ভারত, নেপাল, সিঙ্গাপুর, নামিবিয়া, আফগানীস্থান, আলজেরিয়া, আরমেনিয়া, আজারবাইজান, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরাক, জাপান, জর্ডান, মালেয়শিয়া, মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, পেরু, সুইডেন এর রাষ্ট্রদূত গণ এছাড়া বাঙালী কমিউনিটির নেতৃ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃত্য বৃন্দ।
অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার র্কমী, লেখক সাংবাদিক ও অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি জনাব ইয়াছিন মিয়া বাবু ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোসারফ হোসেনআজাদ, ফারজানা মিয়া তানিয়া, জাতিসংঘের মানবিক সংস্থার কর্মকর্তা গণ ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সিনিয়র আন্তর্জাতিক বিশেষঙ্গ ও বিশিষ্ঠ কমিউনিটির ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
অষ্ট্রিয়া ভিয়েনার আফ্রো এশিয়া ইনস্টিটুটেটের সভাকক্ষে বাংলাদেশ উন্নয়ন মেলা ০৬/১০/২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রবাসী ইউরোপ এর বিভিন্ন সদস্য গণ উক্ত মেলাতে আসেন এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশ উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম.আবু জাফর তার স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান ও শ্রদ্ধার সাথে মহান বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর কথা তুলে ধরেন এবং বাঙালী সংস্কৃতিতে উজ্জীবিত হবে আমাদের নতুন প্রজন্ম।
তিনি স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অস্ট্রিয়া প্রবাসী কণ্ঠশিল্পী , ফারজানা মিয়া তানিয়া, জারা, সারা, শিমন প্রমুখ।
বাংলার গান, বাংলার মন ছোঁয়া নৃত্যে অনুষ্ঠানটি হয়ে উঠে এক টুকরো বাংলাদশে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনকারী সবাইকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস.এম.জহিরুল হাকিম
Leave a Reply