
আওয়ামী লীগ নেতা ও আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা গতকাল শুক্রবার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন।
রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী ছিলেন তিনি। গতকাল গভীর রাত পর্যন্ত তার কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রংপুর কোতোয়ালী থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে ওই মামলা দুটি পরিচালনা করছিলেন। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুরে তোলপাড় শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত তার আত্মীয়-স্বজন ও সহকর্মীরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু আজ শনিবার সকাল পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা।
অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রী দীপা ভৌমিক জানান, গতকাল সকাল ৬টার দিকে কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসবেন বলে পায়জামা-পাঞ্জাবি পড়া এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে চলে যান। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে সকালে নিখোঁজ অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে উদ্ধারের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
জানা যায়, অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক কুনিয়ো হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুটি মামলায় ৭ জঙ্গির ফাঁসি হয়েছে। এছাড়া তিনি রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়াও পূজা উদযাপন পরিষদ সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রথম সারির নেতা ছিলেন।
রংপুর কোতোয়ালী থানার ওসি বাবুল মিয়া জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্র্যাকিং করে দেখা হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply