
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে ‘জাতীয়তাবাদী নাগরিক দল’ এক দোয়া মাহফিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনেক আগেই তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের পর বিএনপির আর নিবন্ধন থাকতে পারে না’- এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, আমরা কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। অতীতে রমনার বটমূলে আওয়ামী লীগ সরকারের আমলে নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি? পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড ঘটেনি? এসব ঘটনার জন্য তাহলে অনেক আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত ছিল।’
তিনি বলেন, শুধু খালেদা জিয়া ও তারেক রহমান নয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। খালেদা জিয়া ও তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply