
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের দ্বন্দ্ব এর মধ্যে দিয়ে নতুন মাত্রা পেল।
লালবাগের আজিমপুর রোডের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীর চর, লালবাগ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মুরাদ।
আর মেয়রের সমর্থক হিসেবে পরিচিত ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফিকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে তার সমর্থকরা পার্ল হারবারের সামনের সড়কে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী দেখতে পান, কমিউনিটি সেন্টারের সামনে জমে আছে ময়লার পাহাড়।
কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী মো. জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪-৫টি গাড়ি এসে ওই ময়লা ফেলে রেখে গেছে গেইটের সামনে।
খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। পুরো আজিমপুর রোডে নেওয়া হয় কঠোর নিরাপত্তা।
Leave a Reply