
বিএনপির চেয়ারপারসন খালেদা “জিয়া অরফানেজ ট্রাস্ট” দুর্নীতি মামলায় সাজা হওয়ায় নির্বাচনে অংশ নিতে না পারলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঠিকই অংশ নেবে বলে মন্তব্য করেছেন আঃলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফেনী সার্কিট হাউসে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। উক্ত সময় জেলা প্রশাসক ফেনী (ডিসি) মনোজ কুমার রায়, পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের উন্নয়নে দেশের মানুষ খুশি হওয়ায় খালেদা জিয়ার রায় তার বিরুদ্ধে যাওয়ার পরও মানুষ রাস্তায় নামেনি।
ওবায়দুল কাদের আরও বলেন,‘রাজনীতির বাস্তবতাটা তাদের উপলব্ধি করা উচিত। খালেদা জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে চিরদিনের জন্য? বিএনপি দল তো আছে? সেই দলের সঙ্গে আমরা ইলেকশন (নির্বাচন) করব।’
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply