
জাহেদুল ইসলাম মিরাজ, চট্রগ্রাম প্রতিনিধি : সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, মা দিবসের সকল মাকে জানাই সশ্রদ্ধা সালাম। মাগো মায়ার বাঁধনে বেঁধে রেখো আমায় সুখে-দুঃখে তোমারি আচলে। সহস্র বছরের সাধনাও শেষ হবে না মায়ের ঋণ।
শুধুমাত্র নির্দিষ্ট একটি দিন নয়
প্রতিটি দিন হউক,মা দিবস পালন।মা দিবসে আসলেই সবাই মাকে নিয়ে কত কিছু লিখি মা দিবসের কোন নির্দিষ্ট তারিখ নেই !! হয়তো ঐতিহাসিক প্রাসঙ্গিকতায়-মে – মাসের দ্বিতীয় রবিবার “মা”দিবস হিসেবে পালন করা হয়ে থাকে,মা” দিবসে কি শুধু মায়ের কথা মনে পড়ে !! বছরের বাকি -৩৬৪- দিন কেন বাদ যাবে !! তাই বছরের -৩৬৫- দিন হোক মা দিবস !!
“মা”কে জানাই অনেক অনেক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
এই পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে,
কিন্তু একজনও খারাপ ” মা”নেই
“মা” মানে পরম মমতা আর গভীর বিশ্বাস।
মা দিবসে আরকটি হোক দীপ্ত শপথ, বৃদ্ধাশ্রমে থাকবেনা কোন মা।
নিজের সন্তান যখন,, কান ধরে বলবে,, সরি আম্মু ভুল হয়ে গেছে,, তোমাকে অনেক ভালোবাসি মা। সেই দিন হবে Real Valentine’s day
এই পৃথিবীতে সব থেকে পবিত্র আর সত্যি কারের ভালোবাসা হলো মা এবং সন্তানের মধ্যে। আর পৃথিবীর সব ভালোবাসা মিথ্যা অভিনয় ।
মা হতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার।
যতদিন আমাদের মা বেঁচে আছে প্রতিটা দিনই Valentine’s day
নিজেদের প্রেমিক-প্রেমিকাকে হয়তোবা আমরা সবাই প্রতিদিন কম বেশি ভালোবাসি কথাটা বলে থাকি কিন্তু একবারও নিজের মাকে বলি না কেন? এত লজ্জা আমাদের নিজের মাকে ভালোবাসি কথাটা বলতে!
ভালোবাসি তোমাকে মা অনেক ভুল করি ক্ষমা করে দিও তোমার মায়ার বাঁধনে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply