
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী আজ। মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মজলুম জননেতার চেতনাকে সমুন্নত রাখতে দেশের প্রতিটি জেলা- উপজেলায় সভা-সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন পাবনা, বর্তমানে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী শরাফত আলী খান, মায়ের নাম মজিরন বিবি ও দাদার নাম কেরামত আলী খান। মওলানা ভাসানীর দীর্ঘ প্রায় ৮০ বছরের রাজনৈতিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় ও বৈচিত্র্যপূর্ণ। এ এক অবিশ্বাস্য রূপকথার কাহিনীর মতো। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য কল্যাণমুখী প্রতিষ্ঠানের জন্মদাতা। নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। মওলানা ভাসানী ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ। ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবেই সমধিক পরিচিত।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply