
সংযুক্ত আরব আমিরাত প্রথম মধ্যপ্রাচ্যের মধ্যে হিন্দুদের জন্য মন্দির নির্মাণের করছে। দুবাই-আবু ধাবি হাইওয়ের কাছে আবু মুরেইখাহ অঞ্চলে প্রকল্পিত মন্দিরটির অবস্থান হচ্ছে ।
আবু ধাবিতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ১ম সফরে উক্ত মন্দির নির্মাণের জন্য ২০ হাজার স্কোয়ার মিটার জমি দেওয়ার কথা ঘোষণা দিয়েছিল আমিরাত সরকার ২০১৫ সালে । মন্দিরটি তৈরি নির্মাণ হবে আনুমানিক ২০২০ সালের মধ্যে । মহেশ্বর, আয়াপ্পা, কৃষ্ণ সহ অন্যান্ন দেব-দেবীর মূর্তি থাকবে উক্ত মন্দিরে । নয়া দিল্লির আশোকরাম মন্দিরের নকশাকে সামনে রেখে মন্দিরটির নকশা করা হয়েছে ।
এছাড়া দুবাইয়ে এতদিন শুধু একটি হিন্দু মন্দির ছিল। এবার আরও একটি হিন্দু মন্দির তৈরি হতে চলেছে আবু ধাবিতে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply