
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মঙ্গলবার (৭ মে) বঙ্গভবনে আলেম-ওলেমা, আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন।
রাষ্ট্রপতি ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরআগে দেশের চলমান শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।-বাসস।
মোনাজাতটি পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজ কল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, রেজওয়ান আহমেদ এমপি, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধারা, দেশের বিশিষ্ট আলেমগণ, বিভিন্ন শিশু কেন্দ্রের অনাথ শিশুসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply