
কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার দিনব্যাপী আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ
প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব। উক্ত ক্রিড়া প্রতিযোগীতা উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. এ,কে,এম সরওয়ার জাহান বাদশাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এজাজ আহম্মেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন । এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকাসহ এলাকার
গন্যমন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ,মোড়গ লড়াই, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ,ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply