
সোমবার বিকেলে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এক আদেশে বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বা ফিরতে বাঁধা দেওয়া যাবে না। একই সঙ্গে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতেও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে সোমবার সকালে যুক্তরাষ্ট্রে যেতে বাঁধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রিটে বিদেশে যেতে বাঁধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুন করীম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুন করীম বলেন, ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বা ফিরতে বাঁধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতেও নির্দেশ দিয়েছেন।
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে গত ২০ জুলাই বিদেশ যেতে বাঁধা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয়।
এরপরই হাইকোর্টে রিট আবেদন করেন গনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
স্বাধীন দেশের যে কোনো নাগরিক দেশের বাইরে যাবার অধিকার রাখে, যদি না সে কোনো অপরাধী হয়। এরই পরিপ্রেক্ষিতে ইমরান দেশের বাইরে যাবার অনুমতি পেলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply