
ইরানের শিফ দ্বীপের উপকূলে শত শত মৃত হাঙর ভেসে এসেছে বলে জানিয়েছে বিবিসি। অনেক জেলে হাঙরের পাখনার জন্য এই প্রাণীটি শিকার করে থাকে, তাদের বিশ্বাস এটির ঔষধি গুণ রয়েছে।
হাঙর ধরার পর পাখনাটা কেটে রেখে সাগরে ফেলে দেয় জেলেরা কারণ তাদের ভয় মৃত হাঙর দেখলে তাদের জরিমানা করা হবে। পাখনা বিহীন হাঙরগুলো মারা যায় এবং পরে সৈকতে ভেসে আসে। ইরানের পরিবেশ সংরক্ষণ প্রতিষ্ঠানের মহাপরিচালক হোসেইন দেলশাব বলেন, এক কেজি হাঙরের পাখনার দাম ২ ডলার।
২০১৪ সালে বিলুপ্তির হুমকিতে পড়ায় ইরানে হাঙর শিকার নিষিদ্ধ করা হয়। একটি হাঙর ধরার জরিমানা প্রায় ৭ হাজার মার্কিন ডলার। দেলশাব বলেন, মৃতদেহগুলো হচ্ছে পারস্য উপসাগরে হাঙর বিলুপ্তির ঘণ্টাধ্বনি।
সুত্রঃ বিবিসি।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply