
গ্রেফতার সমর চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলএলবি পাশ সমর চৌধুরী আগে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জর্জ কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করছেন। তিনি পরিবার নিয়ে নগরীর নন্দনকানন এলাকায় থাকেন। পরিবারের সদস্যরা জানান তার বয়স ৬৫ বছর। তবে পুলিশ তার বয়স ৫৩ বলে উল্লেখ করেছে।
লন্ডন প্রবাসী এক প্রতিবেশীর পক্ষ নিয়ে চট্টগ্রামের সমর চৌধুরীকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে বোয়ালখালী থানা পুলিশের বিরুদ্ধে। গ্রেফতার সমর চৌধুরীর মেয়ে অলকানন্দ চৌধুরী অভিযোগ করেছেন, স্বপন দাশ নামে এক প্রতিবেশীকে জায়গা-জমি সংক্রান্ত একটি মামলায় সহযোগিতা করার কারণে ওই ব্যক্তির ভাতিজা লন্ডন প্রবাসি সঞ্জয় দাশ পুলিশকে দিয়ে তার বাবাকে ইয়াবার মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।
তবে থানা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সমর চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে। এর সঙ্গে জমি-জমা সংক্রান্ত কোন বিরোধের সর্ম্পক নেই।
সমর চৌধুরীর মেয়ে অলকানন্দ বলেন, ‘রবিবার (২৭ মে) আদালতের কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে বাসায় দিকে আসছিলেন বাবা। ওই সময় জহুর হর্কাস মার্কেটের সামনে আসলে সাদা পোশাকদারী কিছু পুলিশ সদস্য বাবাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গতকাল (২৯ মে) আদালতে বাবার সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের জানিয়েছেন, মাইক্রোবাসে তুলে পুলিশ সদস্যরা কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে তাকে চরনদ্বীপ খালের পাশে নিয়ে যায়। মাইক্রোবাসে পুলিশ সদস্যদের কথপোকথন থেকে তিনি বুঝতে পারেন তাকে ক্রসফায়ারে দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওখানে যাওয়া মাত্র পুলিশের কাছে দুই/তিনটি ফোন আসে। এরপর পুলিশ ওখান থেকে মাইক্রোবাস ঘুরিয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে ঘরে আগে থেকে রেখে দেওয়া অস্ত্র ও ইয়াবা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।’
অলকানন্দ চৌধুরী বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত একটি মামলায় বাবা আমাদের এলাকার প্রতিবেশী স্বপন দাশকে সহযোগিতা করায় তার ভাতিজা সঞ্জয় দাশ পুলিশকে দিয়ে আমার বাবাকে ফাঁসিয়েছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের দিকে সঞ্জয় দাশ নন্দনকানণে আমাদের বাসায় আমাদের শাসিয়ে যান। তখন বাবাকে ইয়াবা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘সঞ্জয় দাশ জোর করে তার চাচার জমি দখল করতে চান। এ ঘটনায় সঞ্জয় দাশের চাচা স্বপন দাশ আদালতে মামলা দায়ের করেন। মামলাটির পক্ষে আমার বাবা সিনিয়র আদালতে লড়ছেন। আমার বাবার সহযোগিতার কারণে স্বপন দাশের জায়গা জোরপূর্বক দখল করতে না পারায় সঞ্জয় দাশ বাবার পেছনে লাগেন। বাবাকে এর আগেও একটি ইয়াবার মামলায় ফাঁসানো হয়। যেই মামলায় তিনি জামিনে রয়েছেন।’
অলকানন্দের অভিযোগ অস্বীকার করে বোয়ালখালী থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকৃত আসামিকেই গ্রেফতার করা হয়েছে। সমর চৌধুরীর গ্রেফতারের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত কোনও ঘটনার যোগসাজশ নেই। তার নামে থানায় এর আগে আরও দুটি মাদকের মামলা ছিল। সমর চৌধুরী হত্যা মামলার আসামিও ছিলেন, যদিও পরে ওই মামলায় তিনি খালাস পেয়েছেন। বর্তমানে তার নামে থানায় চারটি মাদকের মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রশ্নই আসে না। সমর চৌধুরী আগে দায়ের করা একটি মাদকের মামলার পলাতক আসামি ছিলেন। রবিবার তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার গ্রামের বাড়ির ঘর থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে।’
থানায় খোঁজ নিয়ে দেখা গেছে, গত ছয় মাসে সমর চৌধুরীর বিরুদ্ধে মাদকের এই চারটি মামলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর প্রথম মামলাটি দায়ের করা হয়। এরপর গত ১৫ মার্চ তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় আরেকটি মামলা হয়। অপর দুটি মামলা গত ২৮ মে দায়ের করা হয়। এর আগের দিন (২৭ মে) রাতে পুলিশ তাকে জহুর হকার্স মার্কেট থেকে গ্রেফতার করে।
সমর চৌধুরীর বিষয়ে জানতে চাইলে সারোয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘সমর চৌধুরী এলাকায় থাকেন না। তবে আমরা তাকে যতটুকু জানি, সে এ ধরনের কাজে জড়িত থাকতে পারে না। তাকে কখনও সিগারেট খেতেও দেখিনি।’
বেলাল হোসেন সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি বলেন, ‘সমর চৌধুরী ব্যক্তি হিসেবে অনেক ভালো। তিনি অনেক আগ থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জায়গা-জমি সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে সঞ্জয় দাশ নামে এক প্রবাসির সঙ্গে তার ঝামেলা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সঞ্জয় এলাকায় এক জিআইজির কাছের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেয়। সে বাড়িতে আসলে পুলিশ তাকে এস্কর্ট দেয়। একজন প্রবাসী কিভাবে পুলিশী নিরাপত্তা পায় আমার বুঝে আসে না।’
একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুরেশ চৌধুরী। তিনি বলেন, ‘সঞ্জয় দাশের যোগসাজশে পুলিশ পরিকল্পিতভাবে সমর চৌধুরীকে ফাঁসিয়েছেন। এ বিষয়ে কথা বলায় থানা পুলিশ মঙ্গলবার রাতে তার বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছে। আমাকে ইয়াবা ও অস্ত্র মামলা দিয়ে চালান করে দেবে বলে হুমকি দেয়। পুলিশের ভয়ে আমি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার। তবে আইন-আদালতে দোষী সাব্যস্ত হবার আগেই হয়রানি, ক্রসফায়ার কিংবা অপপ্রচার করা অনৈতিক এবং শাস্তিযোগ্য অপরাধের মতো।
ক্ষমতার কাছে যেন পুলিশ সদস্য নিজেদের নীতি-নৈতিকতা বিলিয়ে দিয়ে বিক্রি হয়ে না যান, সেটাই চায় দেশের জনগন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply