
জয় রহমান বনশ্রী প্রতিনিধি: সম্প্রতি রাজধানীর অদূরে উত্তরখানের মৈনারটেকে অনুষ্ঠিত হয়ে গেলো শতাব্দী প্রাচীন ক্লাসিক গাড়ির প্রদর্শনী। বিস্তৃত
পরিসরে এ কার প্রদর্শনীর বিশেষ বৈশিষ্ট্য ছিল ইউরোপীয় স্টাইলে বিস্তৃত পরিসরের প্রাকৃতিক সবুজ বেষ্টিত পরিবেশ।প্রদর্শনে অংশ নেয়া এক একটি গাড়ি যেনো একটি একটি ইতিহাস।বিভিন্ন আকৃতির ও রঙের গাড়িগুলো যেনো সকলকে স্মরণ করিয়ে দেয় পুরনো দিনের হলিউড ছবির কাহিনীকে।প্রদর্শনীতে
কমপক্ষে শত বছরের পুরনো বিভিন্ন গাড়ি প্রদর্শিত হয়।রাজধানীতে এ নতুন ধরণের প্রদর্শনীতে আসতে পেরে তারও আনন্দিত। এ ধরনের প্রদর্শনীর ধারা
যাতে অব্যাহত থাকে সেটিও প্রত্যাশা তাদের।চারিদিকে সবুজ বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশে এবং প্রাচীন ঐতিহাসিক গাড়ির এ প্রদর্শনী মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থীসহ আগত সকলকে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply