
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত করে গড়ে তোলা হবে। তিনি বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা হবে না, সমবায়ের মাধ্যমে উৎপাদন করা গেলে দেশে খাদ্যের অভাব থাকবে না। রাজধানীর
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৭তম সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় পল্লী উন্নয়ন ও সমবায়কে গুরুত্ব দিয়ে থাকে সরকার।
দারিদ্র্যের হার চার ভাগে নামিয়ে আনতে নিজের অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এরআগে, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ ও ২০১৭ সালের জন্য ১০ টি করে ২০টি বিভিন্ন শ্রেণিভিত্তিক সমবায়কে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply