
একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে নিজ নিজ সংসদীয় এলাকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে সংসদে নানা প্রশ্ন করছেন সংসদ সদস্যরা। এর মাধ্যমে নিজের সংসদীয় এলাকা নিয়ে স্বচ্ছ ধারণা পাচ্ছেন বিশেষ করে এবারই যারা নতুন সংসদ সদস্য হয়েছেন তারা। তাতে করে তাদের বিশেষ সুবিধা হচ্ছে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে। তবে সমস্যা হয় যখন একই বিষয়ে দুই মন্ত্রী দুই রকম বা দুই মেরুর জবাব দেন তখন। যেমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই রকম তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনির দেয়া তথ্যানুসারে দেশে প্রথম পর্যায়ে এ ধরনের স্কুল হচ্ছে ১০০টি। তবে এই পর্যায়ে স্কুল হচ্ছে না রামগঞ্জে। অবশ্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেয়া তথ্যানুসারে এ পর্যায়েই স্কুল হচ্ছে এই উপজেলায়। যার বাস্তবায়ন কালও অতিক্রম হয়েছে গত ডিসেম্বরে।
গত ৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদের চলতি অধিবেশনে লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য হওয়া আনোয়ার হোসেন খান একটি প্রশ্ন রাখেন। তিনি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, তার সংসদীয় আসনে ‘বঙ্গবন্ধু শিক্ষা কারিগরি ইন্সটিটিউট’ স্থাপন করার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা?
জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সরকার দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৩২৮টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এই প্রকল্পে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করার প্রস্তাব রয়েছে।
গত বুধবার (৬ ফেব্রুয়ারি) এই সংসদ সদস্য আরেকটি প্রশ্ন করেন পরিকল্পনামন্ত্রী বরাবর। তিনি জানতে চান, ২০১৮ ২০১৯ অর্থবছরে তার সংসদীয় আসনে এডিপির আওতায় কোনও প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা?
জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান লক্ষ্মীপুর জেলার এ সংক্রান্ত যে সব প্রকল্পে রামগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত আছে তেমন ২৫টি প্রকল্প তুলে ধরেন। এর মধ্যে ৮ নম্বরে উল্লেখ করা হয়েছে, ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপন। এর বাস্তবায়ন কাল দেখানো হয়েছে ১ জানুয়ারি, ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply