
আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে নির্বাচন পরিচালনা প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় এক সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়কার মাঠপর্য়ায়ে ও দলের বিভিন্ন বিশেষ ভুমিকায় দলের গুরত্বপূর্ন বিষয়ের দায়িত্ব পালন এর জন্য নির্বাচন পরিচালনা করতে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি করা হয়।
এই কোর কমিটিতে একজন চেয়ারম্যান,কো-চেয়ারম্যান ও একজন সদস্য সচিব কে প্রধান করে ৩০ জন সদস্যরর সমন্বয়ের মাধ্যমে এই কমিটি করা হয়। আওয়ামীলীগ এর উচ্চপদস্থ মন্ত্রী এবং এমপি এবং সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য সহ উপদেষ্টা পরিষদের আওয়ামীলীগ এর বিশ্বস্ত নেতৃবৃন্দদের সমন্ময়ে গঠিত নির্বাচন পরিচালনা সময়কালীন কোর কমিটি করা হয়।
এই কমিটির মধ্যে ভোলার-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর নৌকা প্রতিক নির্বাচন করবেন। এছাড়া বর্তমান সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ কে বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচন পরিচালনা দলের কোর কমিটি বিশেষ সদস্যপদের দায়িত্ব দেওয়া হয়।
বিগত সময়ে জাতীয় নবম ও দশম সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য হিসেবে তিনি সেই সময়ে জাতীয় সাংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এর মধ্যে অন্যতম একজন হিসেবে আওয়ামীলীগ এর বিশেষ দায়িত্বে থেকে বলিষ্ঠ ভুমিকা সফলতার সাথে নির্বাচন কমিটি পরিচালনা করেছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ এর দলের সভাপতি ও নির্বাচনের কোর কমিটির চেয়ারম্যান শেখ হাসিনার সিদ্ধান্তক্রমে এবারও তিনি দলের হয়ে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পরিচালনার দলীয় এই কোর কমিটির সদস্যদের এর মধ্যে অন্যতম সদস্য হিসেবে এই কমিটিতে বিশেষ দায়িত্ব পদে মনোনীত করা হয় বলে তথ্যসূত্র জানা যায়।
এছাড়া এই কমিটিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখহাসিনা চেয়ারম্যান পদে ও এইচটি ইমাম কো-চেয়ারম্যান এবং আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের কে সদস্য সচিব এর দায়িত্বে পদমমর্যাদা এই কমিটি কোর কমিটি গঠন করা হয়।
এছাড়া উক্ত নির্বাচনী এই কোর কমিটিতে অন্যন্য সদস্যদের মধ্যে রয়েছেন, সাজেদা চৌধুরি এমপি,আমির হোসেন আমু এমপি,বেগম মতিয়া চৌধুরি এমপি,শেখ ফজলুল করিম সেলিম,কাজী জাফরউল্লাহ,মোহাম্মদ নাসিম এমপি,ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এমপি,সৈয়দ আশরাফুল ইসলাম এমপি,ডঃআবদুর রাজ্জাক এমপি,ডঃমশিউর
রহমান,শেখ হেলাল উদ্দিন এমপি,সজীব ওয়াজেদ জয়,মোঃরাশিদুল আলম,লে.কর্নেল মুহাম্মদ ফারুক খান এমপি,এইচ এম আশিকুর রহমান এমপি,মাহাবুবুউল আলম হানিফ এমপি,ড.দীপুমনি এমপি,নুর ই আলম চৌধুরী (লিটন)এমপি,জাহাজ্ঞীর কবির নানক এমপি,আবদুর রহমান এমপি,আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল,ড.হাসান মাহমুদ এমপি,শেখ সালাহ উদ্দিন জুয়েল,ড.আবদুল সোবহান গোলাপ,আখতারুজ্জামান,দিপংকর তালুকদার,এবি এম রিয়াজুল কবির কাওসার,এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কে নির্বাচন পরিচালনাকারী সদস্য হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের এই কোর কমিটি গঠন করা হয়।।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply