
দেশের বিভিন্ন জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুরে মা-ছেলেসহ ছয়জন এবং ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর ও চুয়াডাঙ্গায় একজন করে মৃত্যু হয়েছে। ঢাকা টাইমস প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিযাত্রী। নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম, কচুয়ার রনজিৎ চন্দ্র মজুমদার, আশ্রাফপুর ইউনিয়নের ভবানীপুরের জান্নাতুল ফেরদৌস মনি, তার ছেলে রোমান, কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের ফখরুল ইসলাম ও কচুয়ার জগতপুরের শাহজাহান। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমএই তথ্য জানিয়েছেন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর ও লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা আনে।
সদর থানার এসআই ইয়াকুব বলেন, নিহত আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনী: ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় খোরশেদ খান নামে এক ট্রাভেলস এজেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সিএনজিচালকসহ দুজন আহত হন। গতকাল সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের হাসানপুরে এই দুর্ঘটনা ঘটে।
ফুলগাজী থানার এসআই মো. সেলিম বলেন, গতকাল সকালে ঢাকার উদ্দেশে খোরশেদ তার বাড়ি থেকে সিএনজিতে করে জেলা শহরে আসলে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় ট্রাকচাপায় আবদুল কুদ্দুস নামে ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস সরাইল নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সকালে একদল ধানকাটার শ্রমিক জমিতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক কুট্টাপাড়া এলাকায় আবদুল কুদ্দুসকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুস সালাম জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
নাটোর: নাটোরের সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। নাটোরের পশ্চিমাঞ্চল হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক জানান, উপজেলার পিটিআই বাইপাস মোড় এলাকায় গতকাল বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply