
ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সদর গ্রামে মঙ্গলবার রাতে। ঢাকার ধামরাইয়ে একই পরিবারের তিনজনসহ ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যাচেষ্টার খবর পাওয়া গেছে। তাদেরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে হামলাকারীরা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেফতার না করায় বাদীসহ হামলার শিকার তিনটি পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে রোয়াইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে জোড়া পুকুরপাড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে পূর্ব থেকে ওত পেতে থাকা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমিনুর রহমান, সাহাবুর রহমান, শহিদুর রহমান, বড়গেদা, সাইদুর রহমান ও বাবলুসহ একদল সন্ত্রাসী ব্যবসায়ী সোলিম খান, মো. শামীম খান, মো. সুজন মাহমুদ, মো. জাব্বার আলী ও মো. শামসুল হকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যার চেষ্টা করে হামলাকারীরা। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই মো. রিয়াজুল হক বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের খবর পেয়ে হামলাকারীরা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দেয় হামলাকারীরা।
ধামরাই থানার এসআই ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আল আমিন শেখ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply