
সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমপর্ণের পর এবার নিষিদ্ধ ঘোষিত চারটি চরমপন্থী সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করতে যাচ্ছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় সক্রিয় এসব সংগঠনের প্রায় ছয় শতাধিক সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন।
নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), সর্বহারা, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির ছয়শ বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করতে যাচ্ছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাদের সব ধরণের সহায়তা করা হবে।
২০০৮ সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে চরমপন্থীদের সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিলো। জলদস্যু ও মাদক ব্যবসায়ীদের মতো সেই সুযোগটাকেই কাজে লাগাতে যাচ্ছে চরমপন্থীরা।
জানা গেছে, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়া এবং সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের।
এরই পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ চার চরমপন্থী সংগঠনের সদস্যরা আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply