
রাজধানীর মেরুল বাড্ডায় একটি ফিলিং স্টেশনের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিমা খানম। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জানান তিনি।
তিনি জানান, ৯৯৯ থেকে আমাদের কাছে ফোন আসে যে, ফিলিং স্টেশনের পাশে আগুন লেগেছে। তবে কিছুক্ষণ পরেই আবার জানানো হয়েছে আগুন নিভে গেছে। এছাড়া আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাশে রাখা কোন ইকুইপমেন্ট থেকে আগুন লাগতে পারে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, গতকাল রাত ৩টার দিকে খিলগাঁও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply