
এয়ারপোর্টে প্রবাসীদের যেন হয়রানি করা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে প্রবাসীরা। শনিবার (০৫ জানুয়ারি) বিকালে নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এ দাবি জানান। তারা বলেন, ‘আমরা কষ্ট করে উপার্জন করে দেশে টাকা পাঠাই। অথচ আমরাই দেশে আসার সময় বিমানবন্দরে নানাভাবে হয়রানির শিকার হই।’
প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ওমান প্রবাসী নিউরো সার্জারি ডাক্তার এ কে এম নাজিম উদ্দিন, দুবাই প্রবাসী আলম শিকদার, ওমান প্রবাসী সিআইপ মোসাদ্দেক হোসাইন, আবু-দুবাই প্রবাসী মোহাম্মদ আলা উদ্দিন, নাসির তালুকদার, ওমান প্রবাসী জসিম উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ সেলিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লেখক সাংবাদিক সমিতি কাতারের সভাপতি নুর মোহাম্মদ, জাপান প্রবাসী কাজী সারওয়ার হাবিব, চট্টগ্রাম সমিতি ওমানে সভাপতি মো. ইয়াছিন চৌধুরী সিআইপি ও বঙ্গবন্ধু পরিষদ আবু দুবাইয়ের সভাপতি ইফতেখার হোসেন বাবুল বক্তব্য দেন।
প্রবাসীরা বলেন, প্রবাস জীবন অনেক কষ্টের। দুয়েকজন ছাড়া অন্যদের হাঁড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। এই টাকা দিয়ে দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু অনেক প্রবাসী আছে দীর্ঘদিন বিদেশে থেকে বৃদ্ধ বয়সে যখন দেশে ফিরে আসি তখন ভিটে মাটি ছাড়া তেমন কিছুই থাকে না। এসময় তাদের অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়।’
তারা আরও বলেন, ‘প্রবাসীরা দেশে না থাকায় তাদের সম্পদ লুট হয়ে যায়। জায়গা জমি বেদখল হয়ে যায়। অনেক সময় পুলিশের কাছ থেকেও অসহযোগিতাপূর্ণ আচরণ পাই। এতদিন আমাদের দুঃখের কথা সুখে কথা বলার জায়গা ছিল না। প্রবাসী সহায়তা ডেস্ক হওয়ায় এখন আমরা আমাদের সুখের কথা দুঃখের কথা বলতে পারবো।’
বিমানের মাধ্যমে বিদেশে মাদক পাচার হচ্ছে বলে এসময় অভিযোগ করেন কয়েকন ওমান প্রবাসী। তারা বলেন, ইদানিং বাংলাদেশ থেকে ওমানে ইয়াবা, গাজা পাচার হচ্ছে। বিমানবন্দরে চেক করেই যাত্রীরা বিদেশে পাড়ি জমান তাহলে এসব ইয়াবা কিভাবে বিদেশে পাচার হচ্ছে। তারা বলেন, মাদক পাচারের বিষয়টি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম নষ্ট করছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরে আলম মিনা বলেন, ‘প্রবাসীরা দেশে না থাকায় অনেক সময় দুবৃর্ত্তরা তাদের পরিবারের ওপর নির্যাতন, নিপীড়ন চালায়। তাদের জায়গা-জমি দখল করে নেয়। বিচ্ছিন্নভাবে আমরা এসব অভিযোগ পায়। একটা নির্দিষ্ট অভিযোগ কেন্দ্র না থাকায় অনেক সময় প্রবাসীরা ক্ষতিগ্রস্থ হন। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা যেন হয়রানি অথবা ক্ষতিগ্রস্থ না হন সেই জন্যই এই প্রবাসী সহায়তা ডেস্ক খোলা হয়েছে।’
তিনি বলেন, প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রবাসীরা বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন। ডেস্কের হটলাইন, ই-মেইল ও ফ্যাক্স বার্তা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
অতিরিক্ত পু্লিশ সুপার (সদর ও প্রশাসন) এ কে এম এমরান ভূঁঞার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply