
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টেকে সাম্প্রদায়িক শক্তি আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘এই অপশক্তি নিবাচনেও আঘাত আনাতে পারে। তারা কেন্দ্র পাহারা দেয়ার কথা বলছে, আমরা কেন্দ্র রক্ষা করবো।’
বৃহস্পতিবার দুপুরের ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্যে করে কাদের বলেন, ‘মির্জা ফখরুলকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এমন কি কাজ আছে যেটা দেখে মানুষ ভোট দেবে। আছে হাওয়া ভবন আর খাম্বা। তাদের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে মানুষ আর তাদের চায় না।’
কাদের বলেন, ‘টাকা ছাড়া বিএনপিতে মনোনয়ন কল্পনাও করা যায় না। যারা মনোনয়নের প্রত্যাশায় টাকা দিয়েছে, কিন্তু পাবে না; তাদের প্রতিক্রিয়া দেখার আশায় বসে আছি। যারা টাকা দিয়ে ইঙ্গিত পাচ্ছে না, তারা এখন টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছে বলে খবর পেয়েছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ঐক্যফ্রন্টের মনোনয়নের ধরন, বাদ ও প্রার্থিতা টিকে যাওয়ার ধরন দেখলেই বোঝা যায়। মনোনয়ন-বাণিজ্য রমরমা। ১৩৮ জন বাদ পড়লেও ৫৫৫ জন রয়ে গেছে। এবার সবাই লক্ষ্য করেছে আজ ও কাল তাদের এসিড টেস্ট। দ্বারে দ্বারে ঘুরছে নেতারা।’
‘নিজেদের আসন বণ্টন বিষয়ে আওয়ামী লীগের শরিকদের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে জানিয়ে আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া শুরু হবে, যা শেষ হবে আগামীকাল,’ বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।
ওবায়দুল কাদের আরো জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্যে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জোটের সঙ্গে আমরা টানাপড়েনের কোনো কারণ দেখি না। বারবার আলোচনা করেছি। এর ফলে আমরা একটা ভালো মনোনয়ন দিতে পেরেছি। আমার বিশ্বাস, আমরা জোট থেকে যাদের মহাজোট মনোনয়ন দিয়েছি, শতভাগ আশাবাদী বিপুল ভোটে বেশির ভাগ আসনে জয়ী হবো।’
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply